Apan Desh | আপন দেশ

যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি, থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:০১, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:১১, ১ সেপ্টেম্বর ২০২৪

যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি, থানায় হস্তান্তর

ছাত্রলীগ নেতাসহ আটক পাঁচজন

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুলশান-২ নম্বরের ৬২ নাম্বার রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে গেলে গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানা যুবদল নেতাদের সেখানে পাঠান। পরে সাব্বিরসহ পাঁচজনকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শনিববার রাত পৌনে ১টার দিকে শরিফ উদ্দিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

আপন দেশ/মমাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়