Apan Desh | আপন দেশ

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন

ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলন একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ইসিসচিব শফিউল আজিমের কাছ থেকে নিবন্ধনের একটি কপি নেন।

জুনায়েদ সাকি বলেন, অন্যায়ভাবে আমাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল। আজ ন্যায়বিচার পেয়েছি। আমরা মাথাল প্রতীক পেয়েছি।

হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলন নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিয়মানুযায়ী কমিশন ইতিমধ্যে গণমাধ্যমকে বিজ্ঞপ্তি দিয়েছে। কোনো আপত্তি না থাকায়, ইসি আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের কাছে দুপুর সাড়ে ১২টায় নিবন্ধন প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক হস্তান্তর করে।

এসময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আবুল হাসান রুবেলসহ অন্য সব নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়