Apan Desh | আপন দেশ

‘রাজনীতিবিদদের ওপর ছাত্র-জনতার আস্থা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

‘রাজনীতিবিদদের ওপর ছাত্র-জনতার আস্থা নেই’

ফাইল ছবি

রাজনীতিবিদদের ওপর ছাত্র-জনতার আস্থা নেই। আস্থা ফেরাতে রাজনীতিবিদদেরই কাজ করতে হবে। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, একবার-দুইবার নয়। শেখ হাসিনার মতো একজন দুইবার থাকলেই দেশের ১২টা বেজে যাবে। বর্তমানে রাজনীতিবিদদের ওপর ছাত্র-জনতার আস্থা নেই। আস্থা ফেরাতে রাজনীতিবিদদেরই কাজ করতে হবে বলে মনে করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
 
এ সময় অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, যৌক্তিক সময় সীমাহীন নয়, এটা সরকারকে মানতে হবে। তা না হলে ছাত্র-জনতার আবারো মাঠে নামতে হতে পারে।
 
সরকারের সরস্কার কাজ নিয়ে তিনি বলেন, সব সংস্কার কেউ করতে পারবে না। সংস্কারের জন্য জনগণ এবং সরকারকে ধৈর্য্য ধরতে হবে। আর সরকারকে কোটি কোটি বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়