ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ছাত্রলীগের এক নেতার করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম এ আদেশ দেন। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারের ভিত্তিতে স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন মানহানির অভিযোগ আনেন। পরে তিনি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এ বাদী হয়ে মানহানির মামলা করেন। দশ বছর ধরে বিএনপির আইনজীবীরা এ মামলা পরিচালনা করছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারক তারেক রহমানকে খালাস দেন।
আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নিপীড়ন ও প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। তাই আজকের আইনি সিদ্ধান্ত আমাদের পক্ষে ছিল। আওয়ামী লীগের ইন্ধনে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মানহানির অভিযোগে মামলা করে ছাত্রলীগ।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।