Apan Desh | আপন দেশ

আ.লীগ মানুষের অধিকার ক্ষুণ্ন করেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৪

আ.লীগ মানুষের অধিকার ক্ষুণ্ন করেছে: তারেক রহমান

ফাইল ছবি

আওয়ামী লীগের স্বৈরশাসন মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। 

শনিবার (২১ সেপ্টেম্বর) এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলে চলবে না। মানুষের রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।  

তারেক রহমান বলেন, শুধু রাজনৈতিক মুক্তির অর্জন ফলপ্রসূ করতে হলে অর্থনৈতিক মুক্তি লাগবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে, এ অর্জন সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় গেলে তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে। এখান থেকে উৎপাদিত পণ্য বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেয়া চলবে না। আইন আইনের মতো চলতে দিতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়