Apan Desh | আপন দেশ

ভারতে ইলিশ রফতানি প্রসঙ্গে

প্রতিবেশী দেশের সব কথা মানা যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৪

প্রতিবেশী দেশের সব কথা মানা যাবে না: রিজভী

ফাইল ছবি

নিজ দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রফতানি করা উচিত। একথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাথা নত করে প্রতিবেশী দেশের সব কথা মেনে নেয়া যাবে না। কারণ বাংলাদেশকে এক ইঞ্চিও ছাড় দেয় না ভারত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমদানি-রফতানি হবে-তবে ভারতের সঙ্গে বাংলাদেশের এ সম্পর্ক হতে হবে বন্ধুসুলভ। কেউ যেন এখানে প্রভুসুলভ আচরণ না করে।

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনসহ বিভিন্ন খাত সংস্কার করে দ্রুত নিবার্চনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশি সময় লাগার কথা না। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়