ফাইল ছবি
আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে প্রকৃত সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন অসম্ভব। শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তাই শেখ হাসিনার দলকে নির্বাচনে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান হাসিনা পু্ত্র।
এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অর্ন্তবর্তী সরকারকে সমর্থনের কথা বলেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন জয়। তবে ১৮ মাসের সময়সীমাকে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে উল্লেখ করলেও তিনি এতেই খুশি বলে জানান।
জয় বলেন, এ মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই। এ কারণে আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।