ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এমনটা মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দুই দেশের সম্পর্ক জোরদার করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। তবে এবার আমাদের অফিসে হাইকমিশনারের (ভারতীয়) পরিদর্শন অবশ্যই পরিস্থিতির উন্নতি করেছে।
বিএনপি ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে। অবশ্যই, এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে।
এ বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এ বৈঠকের পর সম্পর্ক (বাংলাদেশ-ভারত) আরও মজবুত হবে।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের সহযোগিতা আরও শক্তিশালী হতে হবে। জনগণের মধ্যকার সম্পর্ক শক্তিশালী হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।