Apan Desh | আপন দেশ

‌‘পনের বছর কেউ জুলুমের বাইরে ছিল না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

‌‘পনের বছর কেউ জুলুমের বাইরে ছিল না’

ছবি- আপন দেশ

আওয়ামী শাসনামলে রাষ্ট্রের কোনো নাগরিকই জুলুমের বাইরে ছিল না। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিগত পনের বছরের আওয়ামী শাসনামলে রাষ্ট্রের কোনো নাগরিকই লুটপাট ও জুলুমের বাইরে ছিল না। হাজারো মানুষের কান্নার রোল আল্লাহর আরশে পৌঁছে গেছে। যার ফলেই ছাত্র-জনতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। যারা গণহত্যা চালিয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জামায়াতের আমির আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আগের সরকার ধ্বংস করে গিয়েছে, ওইসব জায়গায় সংস্কার করবে অন্তর্বর্তী সরকার।
সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা নিজ জায়গায় ফিরে যাবেন। এজন্য এ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এ সরকারকে।

এ সময় বিডিআর বিদ্রোহ ও জামায়াতের নেতাদের হত্যাকারীদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়