ছবি: সংগৃহীত
গত ১৭ বছরের মধ্যে এ প্রথমবারের মতো অনাড়ম্বরভাবে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ৭৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হলেও কোনো বড় ধরনের কর্মসূচি বা আয়োজন চোখে পড়েনি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়, দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রবাদী দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রের প্রেক্ষিতে তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। তবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রাম কখনোই থেমে থাকবে না।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন নিয়ে একটি পোস্ট করেছেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। নাহিদ লিখেন, যখন গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ছিল… জন্মদিনে শুভেচ্ছা জানানোর স্বাধীনতা চাই... তথ্য উপদেষ্টার ফাঁসি চাই…। এ পোস্টে তিনি প্রথম আলো পত্রিকায় ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত সংবাদের একটি ছবি শেয়ার করেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।