আপন দেশ
অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেয়া উচিত হবে না।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে।
তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আকস্মিক ভাবে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের কোনো বিকল্প ছিল না। এ কারণে তাদের প্রতি আমাদের সমর্থন ছিল আজও আছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেন্জ তাদেরই নিতে হবে।
তিনি বলেন, প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা স্বৈরাচার পুনর্বাসনে ষড়যন্ত্র করছে। এরা ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহাবিপদে পরিণত করবে।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে, বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্ত্বি, জনমনে নিরাপত্তা, উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নাগরিক সুবিধা দিতে একটি নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই।
জুলাই-আগষ্টে ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র জনতার মহা জাগরণের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে। অতি উৎসাহে আমরা যেন নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত না করি। তাহলে সম্ভবত আমরা আরেকটি ইতিহাস বিকৃতির ফাঁদে পা দেব।
স্বৈরাচার পতনে দেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দল, ছাত্র জনতা, গৃহিণী, শ্রমিক সবার অবদানকে মূল্যায়ন করতে হবে। এর অবক্ষয় হলে ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।