Apan Desh | আপন দেশ

বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ৩ অক্টোবর ২০২৪

বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না: রিজভী

আপন দেশ

পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি আর বাংলাদেশেও হবে না। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেছেন, পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। যারা নিজ দেশের শিশুদের রক্ত পান করে ক্লাসে ক্লাসে, তারা কীসের রাজনীতি করবে? তাদের পুনরুত্থান হলে তো আন্দোলনে যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে। গুম, নির্যাতন আবার   তাদের পরিবারের ওপর নেমে আসবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী তাহমিদ এবং শহিদ মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন।  

দুই শহিদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপন ও তাদেরকে আর্থিক সহযোগিতা করা হয়। 

প্রধান  উপদেষ্টার উদ্দেশ্য রিজভী বলেন, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। শহিদ মাসুদ রানার রোজগার দিয়ে তার পরিবার চলত। এছাড়া শহিদ তাহমিদ এমএ পাস করলে তার চাকরি হতো। তার পরিবার নিম্ন মধ্যবিত্ত। পরিবার কত স্বপ্ন নিয়ে তাহমিদকে লেখা পড়া করিয়েছে। প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, যে-সব পরিবারে শহিদ হয়েছে, তাদের যেন একটি চাকরির ব্যবস্থা করে দেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা প্রশাসন পরিচালনা করছেন, তাদের নিয়ে নানা কথাবার্তা শুনছি। এটা দুঃখজনক। বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি তড়িৎ গতিতে দূষিত রক্ত বের করে দেয় সমাজ ও রাষ্ট্র থেকে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমরা বিপ্লবী সরকার বলি। তাহলে কী করে এ সমস্ত দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারিরা এখনো প্রশাসনে অবস্থান করতে পারে?।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়