ছবি- আপন দেশ
বিএনপি ক্ষমতায় আসলে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিটি ঘটনারই বিচার হবে। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।
বিএনপি মহাসচিব বলেন, হিন্দুদের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে। বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের উপর অত্যাচার ও দখলদারিত্বের সাথে জড়িত ছিলো বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনারই বিচার হবে বলে জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও জানান, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক কারণ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বলেও জানান বিএনপি মহাসচিব।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।