ছবি: সংগৃহীত
ঢাকা শহরে এমন কোনো বাজার নেই, যে বাজারে সিন্ডিকেট করেনি আওয়ামী লীগের লোকজন। কিন্তু এখন তো তারা নেই। তাহলে দাম বৃদ্ধি পাচ্ছে কেন? জনগণ চায় সিন্ডিকেটমুক্ত বাজার। তাই বাজার মনিটরিং তীব্র করা হোক। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরের পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের লোকজন দিয়ে সিন্ডিকেট করতো, যাতে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের পকেট সব সময় ভারী থাকে। তাই বাজার, মার্কেট আওয়ামী লোকেরা দখল করে রাখত। কিন্তু এখন তো তারা নেই। তাহলে দাম বৃদ্ধি পাচ্ছে কেন? মোটা চাল, মাঝারি চাল কেন কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। কেন তেলের লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে, এটা তো জনগণ প্রত্যাশা করেনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, এ সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ও জনগণ ব্যর্থ হবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল এবং দেশের সর্বস্তরের জনগণ সবার সমর্থনের সরকার। শেখ হাসিনার মতো কুলাঙ্গার যেন প্রত্যাবর্তন না হয়, এটাই জনগণ চাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা মাঝে মাঝে তার বক্তব্য ইচ্ছে করে ভাইরাল করে দেন। তিনি ভারতে আছেন। নিজেই লোক দিয়ে বক্তব্য ভাইরাল করান। আর তার দলের নেতা ও তার পুলিশ প্রশাসনের কাউকে বিদেশে ঘুরতে, হাঁটতে দেখা যাচ্ছে। তারপরও যারা দেশে আছে তাদের হাতে তো বিএনপির নেতারাই খুন হচ্ছে। মূলত হত্যার নির্দেশ তিনি পালিয়ে যাওয়ার পরও দিচ্ছেন।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।