আপন দেশ
নির্বাচন যত পিছিয়ে যাবে, সংকট তত তীব্র হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া। তাহলে তত দ্রুতই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। নির্বাচিত সরকার তাদের উপযুক্ততা প্রমাণ করতে পারবে। যা দেশ পরিচালনার জন্য জরুরি।
শনিবার (১২ অক্টেবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সভাটি অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হয়।
দুদু বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের খুব বেশি প্রত্যাশা নেই। আমরা শুধু একটি সাধারণ আশা করি। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারছে না।
তিনি ড. মুহাম্মদ ইউনুসের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, যতদিন তিনি নির্বাচন কবে হবে, তা জাতিকে জানাতে পারবেন না, ততদিন বিতর্ক চলতেই থাকবে।
দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাজারে আগুন লেগেছে, দ্রব্যমূল্য skyrocketing হয়েছে। নতুন সরকার আসার পরও পরিস্থিতির উন্নতি হবে, এমন প্রত্যাশা দেশের মানুষের নেই।
দুদু আরও বলেন, এক মাসে কিছু হয় না। একটি সন্তান জন্ম দিতে নয় মাস লাগে। যদি এক মাসে সন্তান জন্ম দেয়া হয়, তাহলে সেটা মৃত সন্তান হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেয়ার সিদ্ধান্ত নিন। এ সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।