আপন দেশ
শতাব্দীর প্রাচীন এ উৎসব যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। এ দরজা কখনো বন্ধ হয়নি। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এসব মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, আমরা এ উৎসবের বেদিতে দাঁড়িয়ে একেকজন ভিন্ন ধর্মের- কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম। কিন্তু আমরা সবাই একই ভূখণ্ডে অবস্থান করছি। একই আলো-বাতাস ও জল ব্যবহার করছি। এ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের ঐশিক চিন্তা জাগ্রত হয়েছে। এখন থেকে জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। যারা নিজেদের স্বার্থের জন্য সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছে, তারা সফল হবে না।
তিনি আরও বলেন, যারা রাজনৈতিক উদ্দেশ্যে বিবাদের বাণী শোনাচ্ছে, তারা আমাদের জমাট অটুট বন্ধনকে নষ্ট করার চেষ্টা করছে। হাজার বছর ধরে আমরা একসঙ্গে এ দেশে বসবাস করছি। বিভিন্ন ধর্মের মানুষ মিলিত হয়ে একটি মহামিলনের প্রাঙ্গণ তৈরি করেছে, যা কাউকে বিনষ্ট করতে দেয়া যাবে না।
রিজভী উল্লেখ করেন, আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- প্রত্যেক সম্প্রদায়ের মানুষ মিলে দুর্গাপূজার উৎসবকে আরও উন্মুক্ত ও আনন্দময় করার জন্য পাহারা দিচ্ছে। যাতে কোনো কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সাধনে সফল না হয়।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ উৎসবকে আরও আনন্দদায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশাবাদী, সৃষ্টিকর্তা আমাদের পাশে রয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের নেতা মাসুদুর রহমান ও রাজু আহমেদ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।