Apan Desh | আপন দেশ

সাবের চৌধুরীকে ধরা-ছাড়ার নেপথ্যে কি: নুরের প্রশ্ন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:০১, ১২ অক্টোবর ২০২৪

সাবের চৌধুরীকে ধরা-ছাড়ার নেপথ্যে কি: নুরের প্রশ্ন 

ফাইল ছবি

স্বৈরাচার সরকারের দোসর সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেফতার করেছিলেন কেন? এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

নুর দাবি করেন, বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়েছে। তাকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি।

তিনি বলেন, স্বৈরাচারের দোসর গ্রেফতার করার পর যদি ছেড়ে দেয়া হয়, তাহলে তারা আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে। এ রকম কিছু হলে চলে যাওয়ার পর আপনাদেরও অপমান-অপদস্থ হতে হবে।

প্রশাসনে নিয়োগ প্রসঙ্গে নুর বলেন, প্রশাসনে জামায়াত-বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। সম-অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে।

সেমিনারে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়