Apan Desh | আপন দেশ

দেশ-সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১২ অক্টোবর ২০২৪

দেশ-সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

আপন দেশ

আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১১ অক্টোবর) ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের সভানেত্রী জনাবা রাজিয়া বিলকিস মিমির সভাপতিত্বে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ। 

গোলাম পরওয়ার বলেন, নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন, মা-বাবার চক্ষু শীতলকারী আদর্শ সন্তান মা হতে হবে। পাশাপাশি জাপানে দ্বীনের কাজে প্রবাসী নারী বোনদের বিশেষ ভুমিকা পালন করতে হবে। বর্তমান আধুনিক যুগে এ কাজ নারী সমাজের জন্য চ্যালেঞ্জিং। 

তিনি বলেন, পরকালীন জবাবদিহিতার অনুভুতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে হবে। একই সঙ্গে শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিরবচ্ছিন্নভাবে আমাদেরকে প্রতিটি কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে। উম্মুল মু’মিনিন খাদিজাতুল কুবরা ও মা আয়েশার (রা.) পদাঙ্ক অনুসরণে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়