Apan Desh | আপন দেশ

দীপ্ত টিভির কর্মকর্তা তামিমের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রবিউল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৩২, ১৩ অক্টোবর ২০২৪

দীপ্ত টিভির কর্মকর্তা তামিমের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রবিউল

ফাইল ছবি

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমের মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মন্তব্য করেছেন প্লিজেন্ট প্রপার্টিজের এমডি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

রবিবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এটি দখলদারি নয় বরং একটি ব্যবসায়িক বিরোধ। 

তিনি আরও জানান, তার কোম্পানি দীর্ঘ ২০ বছর ধরে সুনামের সাথে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। কখনো এমন ঘটনা ঘটেনি।

রবিউল আলম বলেন, কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট হস্তান্তর করা হলেও মালিক খুরশিদা আহমেদ অর্ধাংশ ফ্ল্যাট কিনতে পারেননি। পরে ফ্ল্যাট বিক্রি করতে গেলে বিরোধের সূত্রপাত ঘটে। তামিমের মৃত্যুর সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। এজাহারেও তার উপস্থিতির কথা উল্লেখ নেই।

তামিমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি দেশের প্রচলিত আইনের মাধ্যমে এর মোকাবিলা করতে প্রস্তুত। তবে বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়