Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ-যুবলীগের গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৩৭, ১৩ অক্টোবর ২০২৪

ছাত্রলীগ-যুবলীগের গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন রিজভীর

ছবি: সংগৃহীত

ছাত্রদের ওপর গুলি চালানো ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এখনো কেন গ্রেফতার হচ্ছে না। এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা আবু সাঈদ, মুগ্ধ ও ফয়েছকে হত্যা করেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না—এটা কী ধরনের বিচার? এদের আইনের আওতায় আনা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা করবে।

রোববার (১৩ অক্টোবর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন। 

রিজভী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেক নেতা ভারতে গেলেও তাদের ভিসা বা পাসপোর্ট চেক করা হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে র‌্যাব-পুলিশ গুম করে ভারতে ফেলে দিয়ে আসে। যেখানে তাকে মামলা ফেইস করতে হয়েছে এবং জেলও খাটতে হয়েছে।

তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন, ভারতে গণতন্ত্র থাকলেও তারা বাংলাদেশকে এক চোখে দেখে। তারা শেখ হাসিনাকে অতিথি হিসেবে গ্রহণ করে। কিন্তু বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করে।

দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতার কারণে পূজা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রমনা দলগুলো দিনরাত পাহারা দিয়েছে। অথচ ভারতীয় মিডিয়া নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

শেখ হাসিনাকে দোষারোপ করে রিজভী বলেন, শেখ হাসিনা বারবার মন্দিরে হামলা করিয়েছেন তার এজেন্টদের মাধ্যমে। ভারত সরকারের সঙ্গে আওয়ামী লীগের সখ্যতায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে খেলা চলছে।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্তসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিন, দীর্ঘ ১৯ বছর পর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক দেশে ফিরে বিমানবন্দরে নেতাকর্মীদের বিপুল সমর্থন লাভ করেন। পরে তিনি সংবর্ধনাস্থলে এসে বিগত স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে নিহতদের জন্য মাগফিরাত কামনা করেন। আহত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়