Apan Desh | আপন দেশ

এ সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্ব হবে: আমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৪৭, ১৪ অক্টোবর ২০২৪

এ সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্ব হবে: আমান

আপন দেশ

অন্তর্বর্তী সরকার যদি কোনো কারণে মুখ থুবড়ে পড়ে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব হতে পারে। এ মন্তব্য করেছেন বাংলাদেশের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত একটি আলোচনা সভায়  তিনি এ মন্তব্য করেন। সভাটি ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

আমান উল্লাহ আমান আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা এ সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি ও করব। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এ নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের কমিশনের রিপোর্ট পাওয়ার পর একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। যাতে দেশের ১৮ কোটি মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বলেন, এ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ার প্রধান কারণ হচ্ছে, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তিনি দাবি করেন, বিচার ব্যবস্থা এখন দ্রুততার সঙ্গে কার্যকর করা উচিত।

বিএনপির নেতাদের আন্দোলনের ইতিহাস উল্লেখ করে আমান বলেন, গণতন্ত্রকে ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে, সেটি আর বলতে চাই না। তিনি অতীতের গণঅভ্যুত্থানকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন ও প্রয়োজনে আবার আন্দোলনে নামার ঘোষণা দেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমান বলেন, বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।

আলোচনা সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার আশু সুস্থতা এবং প্রয়াত সাইফুদ্দিন মনির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভায় প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই মইনুদ্দিন খালেদসহ অন্যরা বক্তব্য রাখেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়