Apan Desh | আপন দেশ

হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৫ অক্টোবর ২০২৪

হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির 

ছবি : আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় থাকার জন্য হত্যাকারীদের কোনোভাবে ক্ষমা করা হবে না। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা নিজের হাতে আইন তুলে নেবো না। কিন্তু নিহত আলেম-ওলামাদের হত্যাকারীদের বিচার করতে হবে। মক্কা বিজয়ের দিনে নবী করিম (সা.) দীনের বিরোধিতাকারীদের ক্ষমা করেছিলেন। কিন্তু যারা মানুষ হত্যা করেছিল, তাদেরকে আল্লাহ রাসুল ক্ষমা করেন নাই। 

১০ জনের নাম উল্লেখ করে বলেছিলেন, হত্যাকাণ্ডের বিচারের রায় হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। যারা হত্যাকারী তাদেরকে শাস্তি পেতেই হবে। সাড়ে ১৫ বছর বিভিন্ন পর্যায়ে যাদেরকে হত্যা করা হয়। ২০২৪ সালের জুলাই ও আগস্টে যে গণহত্যা চালানো হয়। এসবের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে।

তিনি প্রধানমন্ত্রীর তনয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ছেলে দিকে ইঙ্গিত করে বলেন, নিজের ছেলের জন্য বাংলাদেশে একটি মেয়েও খুঁজে পাননি। তারা আবার চেতনার দোহাই দেন। নিজেদের মেয়ের জন্যও বাংলাদেশের ছেলে তাদের পছন্দ হয় না। তাদের ওই চেতনা বাংলাদেশের মানুষ পছন্দ করেননি। দীর্ঘ সাড়ে ১৫ বছর জাতির ওপর দিয়ে তারা তাণ্ডব চালিয়েছে। জাতির এমন কোনো মানুষ নেই, তারা কয়জন ছাড়া, যারা নির্যাতিত নিষ্পেশিত হননি।

ক্ষমতায় যেতে পারলে দেশের মানুষের জন্য কাজ করবেন, এমন আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ১০ দফার কথা বলা হয়েছে। না আমাদের দফা ৪১। সমস্ত শ্রেণি-পেশা ও লিঙ্গবর্ণ এবং ধর্ম সবার অধিকারের প্রতি সম্মান রেখে আমাদের ৪১ দফার রচিত হয়েছে। প্রাথমিকভাবে আমরা ১০ দফা এনেছি অন্তর্বর্তী সরকারের জন্য। আমরা সব দফা যদি তাদের ঘাড়ে উঠিয়ে দিই তাহলে পরবর্তী নির্বাচিত সরকার তারাই এসে কী করবে। আমরা বেশ কিছু দফা নির্বাচিত সরকারের জন্য রাখতে চাই।

শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা বজায় রাখতে তারা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবেন। কিন্তু কোনো বিদেশি প্রভুর অধীনতায় যেতে রাজি নন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়