Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার কাছে এলডিপির ২৩ প্রস্তাব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৭, ১৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:১৭, ১৯ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টার কাছে এলডিপির ২৩ প্রস্তাব

ছবি: আপন দেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আজ আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সুন্দর প্রশাসনসহ ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের প্রস্তাবগুলো প্রস্তুত করা হয়েছে। মানুষ দ্রব্যমূল্যের কারণে কষ্ট পাচ্ছে। সেটাও উল্লেখ্য করা হয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।

এলডিপি ছাড়াও ছয়টি রাজনৈতিক দল ও জোট প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে গণফোরাম, লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট এবং গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল। তবে বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে ডাকেনি সরকার। এ নিয়ে বিতর্ক চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়