Apan Desh | আপন দেশ

আ. লীগের বিচারের ভার জনগণের হাতে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১২, ১৯ অক্টোবর ২০২৪

আ. লীগের বিচারের ভার জনগণের হাতে: জামায়াত আমির

ছবি: আপন দেশ

গণহত্যার বিচারের রায় আওয়ামী লীগের ওপর প্রয়োগ হলেও জনগণ বিবেচনা করবে, তাদের ব্যাপারে কী ফায়সালা নিবে।  এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জে একটি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের সময়ে তিনবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা দেশের মানুষের সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে উঠে। জাতিকে দাসে পরিণত করার চেষ্টা করে।  যা আমরা মেনে নেব না। দেশের প্রকৃত মালিক মহান আল্লাহ।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আল্লাহ জালিমদের সাময়িক সুযোগ দেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেন না। জামায়াতের নেতাকর্মীদের ওপর হত্যা, গুম, নির্যাতন ও মামলা দিয়ে সংগঠনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছেন।

তিনি বলেন, আমাদের মূলমন্ত্র হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু’। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে সর্বময় ক্ষমতায় মালিক মনে করি না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়