Apan Desh | আপন দেশ

চব্বিশের দায়মুক্তি খুনিরা রক্ষা পাবে না: ছাত্রলীগ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০১, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:২২, ২১ অক্টোবর ২০২৪

চব্বিশের দায়মুক্তি খুনিরা রক্ষা পাবে না: ছাত্রলীগ

ফাইল ছবি

পঁচাত্তরের ইনডেমনিটি খুনিদের সুরক্ষা দিতে পারেনি। চব্বিশের দায়মুক্তিও খুনিদের সুরক্ষা দিতে পারবে না। এ মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২১ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করে ছাত্রলীগ।

 এতে বলা হয়, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অবৈধ সরকারের দায়মুক্তির তামাশা। দেশরত্ন শেখ হাসিনাকে ঘিরে বিচারিক প্রহসন বন্ধের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
 
বিবৃতিতে বলা হয়,সরকারি চাকরিতে কোটা ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কিন্তু স্বাধীনতাবিরোধী সংগঠনের ক্যাডারবাহিনী এবং রাজনৈতিক দুর্বৃত্তদের মাধ্যমে তাণ্ডব চালানো হয়। ছাত্রলীগ এ ধরনের কার্যকলাপ ঘৃণাভরে প্রত্যাখান করছে বাংলাদেশের ছাত্রসমাজ।

এতে আরও বলা হয়, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, ইনডেমনিটি অর্ডিন্যান্সের নবতর সংস্করণ চালু, কারাগার থেকে অপরাধীদের মুক্তি, বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের প্রকৃত উদ্দেশ্য গণতন্ত্রকামী ছাত্রসমাজের কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। শেখ হাসিনার সরকার বিচারবিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ এবং জাতিসংঘকে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
 
ছাত্রলীগের অভিযোগ, আইনানুগ প্রক্রিয়াকে বন্ধ করার মাধ্যমে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার ‘মেটিকুল্যাসলি প্ল্যানড’ হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি নিশ্চিত করতে চায়। পঁচাত্তরের ইনডেমনিটি খুনিদের সুরক্ষাকবচ হতে পারেনি, চব্বিশের দায়মুক্তিও খুনিদের সুরক্ষা দিতে পারবে না।
 
জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই সকল অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়