Apan Desh | আপন দেশ

জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী বিএনপি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৭, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:২৮, ২৪ অক্টোবর ২০২৪

জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী বিএনপি: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়।

আমরা ক্ষমতা চাই না, জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী।  এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর বলেন, সরকার বদলালেও জনগণের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের কোর্টে হাজিরা দিতে হয়, আমাদের নামে মামলা চলছে। তাহলে দীর্ঘ আন্দোলনের লাভ কী? তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া ছাড়া ক্ষমতা ধরে রাখা কঠিন।

তিনি বলেন, বিএনপিকে হালকা করে দেখার সুযোগ নেই। জনগণের শক্তির কারণেই আমরা এখনও আছি।

নেতাকর্মীদের দীর্ঘ ১৫ বছর নির্যাতনের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, বিএনপি’র নেতাকর্মীরা দীর্ঘ ১৫ বছর নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। হাজার হাজার মামলা মাথায় নিয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছে। এখনো তাদের বিরুদ্ধে সে মামলা বহাল রয়েছে। কেবল স্বৈরশাসক হাসিনার পতন হওয়ার পর ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু দেশের মানুষ কোন পরিবর্তন দেখতে পাচ্ছে না। 

অনুষ্ঠানে জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আলমগীর হোসেন, এস.এম মিজানুর রহমান, লেখক কালাম ফয়েজী, এবং অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের একাত্মতার ওপর গুরুত্বারোপ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের অভাবে ষড়যন্ত্র সৃষ্টি হয়। অতি দ্রুত নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব বলেন, বর্তমান আওয়ামী লীগ দেশের স্বাধীনতার পথ থেকে বিচ্যুত হয়েছে। রাজনৈতিক মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।


আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়