ছবি: আপন দেশ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে শহীদ পরিবার সদস্যদের সঙ্গে এ মতবিনিময় করা হয়। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১৯ পরিবার এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছান। সভাপতিত্ব করেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলী আব্বাস, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জামাল হোসেন। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, মো. রুবেল আমিন প্রমুখ।
শহীদ উনিশ শহীদ পরিবারের মধ্যে রয়েছেন- শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মো. সাইফুল ইসলাম, শহীদ আসাদুল্লাহ, শহীদ মো. আলী হোসেন, শহীদ নাজিমুদ্দিন, শহীদ রবিউল ইসলাম, শহীদ মো. জসিমউদদীন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ, শহীদ রাহাত হোসেন শরীফ, শহীদ জাহিদুজ্জামান তানভিন, শহীদ আসিফ হাসান, শহীদ মাহমিন জাফর, শহীদ সাংবাদিক নূর, শহীদ জুবায়ের, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ার, শহীদ তাজুল ইসলাম, শহীদ কবির, শহীদ রিদোয়ান শরীফ রিয়াদ জয় ও শহীদ সাগর গাজী।
প্রতিনিধি দল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। একইসঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে দলের নিহত, আহতসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াচ্ছে। নানা ধরনের সহযোগিতা করে আসছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। আর্থিক সহায়তাসহ চিকিৎসা সহায়তা দিচ্ছে আমরা বিএনপি পরিবার।
আপন দেশ/এমবি/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।