Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির অপসারণে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৪৪, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১৪, ২৬ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির অপসারণে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

বিএনপির সঙ্গে বৈঠকের পর কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বিএনপির নেতারা এখনও তাদের অবস্থান জানাননি। দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি।

শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, ফ্যাসিবাদ বিলুপ্ত করার পথে আমাদের সামনে এখন একটি বাধা রাষ্ট্রপতির অপসারণ ইস্যু। গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম।

তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে: ১. সেকেন্ড রিপাবলিক গঠনের পদ্ধতি। ২. রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণের উপায়। ৩. গত ৫ আগস্ট সৃষ্ট জাতীয় ঐক্য ধরে রেখে সরকারের পরিচালনা।

হাসনাত বলেন, বিএনপি আমাদের সব কথা শুনেছে। পরে তাদের সিদ্ধান্ত জানাবে। জামায়াত ও ইসলামী আন্দোলনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তারাও রাষ্ট্রপতির অপসারণে একমত পোষণ করেছে।

আগামীতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান হাসনাত।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাতজন অংশ নেয়। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৯ জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।

তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।

বৈঠকের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়