Apan Desh | আপন দেশ

পঞ্চদশ সংশোধনী বাতিলে বিএনপি-জামায়াতের আইনি লড়াই

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:১৩, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৪৩, ২৭ অক্টোবর ২০২৪

পঞ্চদশ সংশোধনী বাতিলে বিএনপি-জামায়াতের আইনি লড়াই

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। ফাইল ছবি

২০১১ সালের ৩০ জুন পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। একইসঙ্গে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।

এ বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিষয়টি নিয়ে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে।

এদিকে বিএনপি পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় এখনও হাইকোর্টে আবেদন করা সম্ভব হয়নি। তবে আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন, দ্রুত আবেদন করা হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীও পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াই লড়াই করবে। তবে আগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে লড়াই- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো দলই।


আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়