Apan Desh | আপন দেশ

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৩, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:১০, ৩১ অক্টোবর ২০২৪

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হতে সুষ্ঠু নির্বাচন জরুরি।
 
এর আগে, দুপুর ১২টায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।
 
এসময় গণতন্ত্র রক্ষায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ জানিয়ে, বিএনপি নেতারা সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করারও হুঁশিয়রি করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়