জাতীয় পার্টির কার্যালয়ে আগুন
জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ৮টা নাগাদ আগুন জ্বলছিল। এর আগে দু’ফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতা-কর্মীদের সঙ্গে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ক’টি টিম কাজ করছে।
জাতীয় পার্টি নেতা মিজানুর রহমান অভিযোগ করেন, গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছে। সন্ধ্যা ৬টার দিকে পরিষদ নেতারা মশাল মিছিল নিয়ে বিজয়নগরে আসে। আমরা কিছু নেতাকর্মী পার্টি অফিসের নীচে বসা ছিলাম। এসময় অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায় গণঅধিকার পরিষণদ নেতাকর্মীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ প্রথমে তাদের সরিয়ে দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফের তারা লাঠিসোঠা নিয়ে জাপা ফিসে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। আমাদের কয়েক নেতাকর্মী আহত হয়েছে।
আরও পড়ুন<<>> জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা হাসনাতের
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতীয় পার্টি অফিসে আগুন জ্বলছিল। শতশত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করছিল।
মিছিলে ‘হাসিনার দোসরা হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, হৈ হৈ,রৈ রৈ, জাতীয় পার্টি গেলি কই, স্বৈরাচারের দোসরদের জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জাতীয় পার্টির আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেয়া হয়।
এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিজজেলা ঝিনািইদহে আছি, ঢাকার কিছু জানা নেই।
দ্বিতীয় দফায় হামলার আগে জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে এ নিয়ে ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন হাসনাত।
ওই পোস্টে তিনি লিখেছেন, জাতীয় বেইমান জাতীয় পার্টি। অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে। অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এ জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।