Apan Desh | আপন দেশ

জাপা অফিসের আগুন নিয়ন্ত্রণে, চলছে লুটপাট ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১০, ৩১ অক্টোবর ২০২৪

জাপা অফিসের আগুন নিয়ন্ত্রণে, চলছে লুটপাট ভাঙচুর

জাতীয় পার্টির অফিসে ভাংচুর করছে ছাত্র-জনতা। ছবি-আপন দেশ

জাতীয় পার্টির অফিসের আগুন নিয়ন্ত্রণে। পার্টি অফিসটি নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্ররা। এখন চলছে ভাঙচুর ও লুটপাট। এর আগে দু’দফায় হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টায় এ খবর লেখা পর্যন্ত জাপা অফিসে ভাঙচুর চালায় ছাত্র-জনতা। রমনা থানার পাশেই ঘটনাটি ঘটলেও পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতোই।

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা নাগাদ দফায় দফায় ঘটনাগুলো ঘটে।

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মী অফিসটির আশপাশে অবস্থান নিয়েছে- জানিয়েছেন মহানগর জাপার একাধিক নেতা। অন্যদিকে ছাত্রজনতাও অবস্থান নিয়েছে। 

জাতীয় পার্টির রমনা থানার সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন,  হেলমেট পরে শতশত লোক তাদের ওপর ইটপাটকেল ছুড়ে। পাল্টা মোকাবেলার চেষ্টা করে ব্যর্থ হন।  হামলায় সবুজবাগ থানা জাপার সাধারণ সম্পাদক রহিম সর্দারসহ ১০/১৫জন আহত হয়। 

স্থানীয়রা জানায়, গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা প্রথমে মশাল মিছিল করে বিজয় নগরে আ। ওই সময় তাদের সঙ্গে জাপা নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে টিএসসি থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতার ব্যানারে মিছিল আসে জাপা অফিসের দিকে। এরপরই উভয়পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অর্ধশতজন আহত হয়। 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। বিক্ষুব্ধরা প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীদের বাধা দেয়। পরে ঢুকতে দেয় অফিসে। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, একটি মশাল মিছিল বিজয়নগর দিয়ে যাচ্ছিল। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে। এতে আমাদের বেশকয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

তিনি বলেন, জাতীয় পার্টির যে-সব সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা করেছে তাদের গ্রেফতার ও বিচার করতে হবে। এছাড়াও পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান তিনি। বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও একই দোষে-দোষী। তাই হাসনার দোসর জাপাকে নিষিদ্ধ করতে হবে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতীয় পার্টি অফিসের সামনে শতশত ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। 

গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিজজেলা ঝিনািইদহে আছি, ঢাকার কিছু জানা নেই। 

দ্বিতীয় দফায় সংঘাতের আগে জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে এ নিয়ে ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন হাসনাত।

ওই পোস্টে তিনি লিখেছেন, জাতীয় বেইমান জাতীয় পার্টি। অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে। অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এ জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়