রুহুল কবির রিজভী। ছবি: আপন দেশ
কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেয়া বিএনপি সমর্থন করে না। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (০৪ অক্টোবর) সকালে নগরকান্দা উলজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
রিজভী বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলে আগুন দেয়া এবং ভাংচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সব সময় শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে। কোন দল বা কোন রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়ি ঘর বা কার্যালয়ে ভাংচুর বা অগ্নি সংযোগে সমর্থন করে না বিএনপি। নিরপরাধ মানুষকে হয়রানী করা বিএনপি সর্মথন করে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গনতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে।
রিজভী আরও বলেন, অপরাধি কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, যে দলেরই হোক যে রঙেরই হোক যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।
বিএনপি নামধারী কথিত নেতা সালাউদ্দিন বিধবা আসমার বাড়ি ভাংচুর ও দখল করে এমন সংবাদ প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উক্ত স্থান দেখতে আসেন। ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী ঐ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেতা কথা জানান তিনি। এ সশয় তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিধিবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।