ছবি সংগৃহীত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। তিনি বলেন, ১৯৭৫ সালের এ দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।
তিনি আরও বলেন, এ পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়। এ দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। ৭ নভেম্বরের লক্ষ্য আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকে অনুসরণ করলে গণতন্ত্র শক্তিশালী হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় জাগপা মহানগর সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান বক্তা ছিলেন জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। বক্তব্য রাখেন জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পী, অ্যাডভোকেট এম এ ওহাব, আক্তার হোসেন, জহুরুল ইসলাম, আবু সুফিয়ান, এম এ শাহীন, প্রফেসর রায়হান, ইসমাইল হোসেন, যুবনেতা শাকির হোসেন ও সাদ্দাম হোসেন প্রমুখ।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।