মশাল মিছিল শেষে সমাবেশ করছে নেতাকর্মীরা।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ড বিমান বন্দরে হেনস্তার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিজয়নগর থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মশাল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা পল্টন, জাতীয় প্রেস ক্লাব হয়ে বিজয় নগরে শেষ করে। এর আগে সংক্ষিত সমাবেশ করে।
সমাবেশ থেকে বলা হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হত্যার উদ্দেশ্য ছিল তাদের। যে কারণে হেনস্তা করা হয়েছে। তাতে ছিল পরিতত আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা। অবিলম্বের সে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন। দূতাবাসের প্রটোকলে গাড়িতে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার হয়েছেন তিনি।
আইন উপদেষ্টাকে হেনস্তাকরার সময় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানসহ আরও বেশ কজন উপস্থিত ছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।