সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দিনগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।