Apan Desh | আপন দেশ

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৮, ১২ নভেম্বর ২০২৪

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেফতার

ছবি : সংগৃহীত

ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকেই আটক হয়েছেন। এবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে জানিয়ে পরিদর্শক মেহেদী বলেন, বনানী থানায় সোহাগের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় গত ১২ সেপ্টেম্বর। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক এই নেতা।

সোহাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে বিজয়ী হতে পারেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়