Apan Desh | আপন দেশ

নতুন উপদেষ্টাদের কার বুদ্ধিতে নিলেন, মান্নার প্রশ্ন 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৪, ১৪ নভেম্বর ২০২৪

নতুন উপদেষ্টাদের কার বুদ্ধিতে নিলেন, মান্নার প্রশ্ন 

ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের নতুন উপদেষ্টাদের নিয়োগে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে দুই ব্যক্তি—বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকী—এর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মান্না বলেন, এ দুজনকে কীভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ করা হলো? কার বুদ্ধিতে তাদের নিয়োগ দেয়া হলো? তাদের নাম কে প্রস্তাব করলো? এসব প্রশ্নের উত্তর পাওয়া দরকার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। আগের সরকার জনগণের মধ্যে আস্থা অর্জন করতে পারেনি। আর বর্তমান সরকারও জনগণের দুর্দশা কমাতে পারেনি।

মান্না আরও বলেন, ড. ইউনূসের কারণে কিছু অর্থনৈতিক গতি ফিরলেও সাধারণ মানুষের কষ্ট কমেনি। তাছাড়া সরকারের নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যে ব্যক্তি দায়িত্ব নিয়েছেন তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া উচিত।

এছাড়া প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারা সরকার ও তার নতুন উপদেষ্টাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাটি সভাপতিত্ব করেন। সভায় বিএনপির নেতারা ও গণফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়