বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতার জন্য না হয়। বরং উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হওয়া উচিত। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপি আয়োজিত একটি সেমিনারে ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা নিয়ে কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের নিয়ে নতুন বাংলাদেশ গঠন করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনা হবে ঐক্যমতের ভিত্তিতে। আইনের শাসন ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক বা অলিগার্কিক ব্যবস্থার পুনরাবৃত্তি হবে না।
তিনি আরও বলেন, ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলে ক্ষমতা হস্তান্তর নয়। প্রধানমন্ত্রীকে সমালোচনা করার কারণে যাতে কাউকে হেনস্তা করা না হয়, তা নিশ্চিত করা হবে। এছাড়া বিএনপি এমন একটি ব্যবস্থা সংযোজন করবে, যাতে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন।
দেশের উন্নয়ন ও গণতন্ত্রে সবার অংশগ্রহণকে জরুরি। এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা দেয়া হবে বলেও জানান তারেক রহমান।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।