Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিপক্ষে: আব্দুস সালাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১৫ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিপক্ষে: আব্দুস সালাম

লৌহজংয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি: আপন দেশ

গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়াই স্বৈরশাসক শেখ হাসিনার চরিত্র। দেশেও করেছে বিদেশে পালিয়েও তাই করছে। ইণ্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত রয়েছে শেখ হাসিনাসহ তার দোসররা। এ অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব  অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার (১৫ নভেম্বর) মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এর আগে উপজেলায় ধীৎপুর মিনার জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ দেশের ক্ষমতাসীন থাকার সময়ও প্রভু রাষ্ট্রের মদদে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলো। এখন আবার রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবকে নসাতের অপচেষ্টা করছে। 

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ১৯৮১ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার অনুকম্পায় বাংলাদেশে ফিরেতে পেরেছিল শেখ হাসিনা। গণতন্ত্র পেয়ে তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছিলো। ৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন অংশ নিয়ে গণতন্ত্রকে বাক্সবন্দি করতে সহযোগিতা করেছিলো। ৯১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে সে গণতান্ত্রিক রাষ্ট্রকে উত্থাত করতে ষড়যন্ত্র করেছিলো। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়াই শেখ হাসিনার চরিত্র। দেশের মতো বিদেশে বসে এখনোও তাই করে যাচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়