Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তী সরকার চার বছরের হতে পারে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৪, ১৮ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকার চার বছরের হতে পারে: ড. ইউনূস

‘টক টু আল জাজিরা’ শোতে সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।।

সরকারের মেয়াদ কতোদিন হবে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নিয়মিত সরকার পাঁচ বছর স্থায়ী হয়। আমরা অন্তর্বর্তী সরকার, চিরস্থায়ী নয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে। সময় বেশি লাগার কারণও ব্যাখ্যা করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৯) অংশ নেন ড. ইউনূস। সেখানে সম্মেলনের সাইডলাইনে ‘টক টু আল জাজিরা’ শোতে সাক্ষাৎকারটি দেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। পরে রোববার (১৭ নভেম্বর) রাতে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়, নির্বাচন করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যা করি বা করে আসছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাই করবো। সেই কাজ থেকে নিজেকে বদলাবো না।

আরও পড়ুন<<>> নির্বাচন যত দেরিতে হবে ততই সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে। আমরা অন্তর্বর্তী সরকার, চিরস্থায়ী নয়। নিয়মিত সরকার পাঁচ বছর স্থায়ী হয়। নতুন সংবিধানে (সরকারের মেয়াদ) চার বছর উল্লেখ করা হতে পারে। কারণ, সম্ভবত মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত। তবে এটি আরও কম হতে পারে। সবকিছু নির্ভর করছে জনগণের ওপর।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বলা হয়, সংস্কার দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তাহলে তাই করা হবে। আর যদি সংস্কার চায়, তাহলে সংস্কার করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়