Apan Desh | আপন দেশ

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোন সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৪, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৬, ২৩ নভেম্বর ২০২৪

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোন সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোন সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের সমস্ত সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন যত দেরিতে হবে, ততই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়বে। 

তিনি আরও বলেন, দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। সে স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে।

শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে, সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। 

তিনি সাবেক স্বৈরাচারী সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। যা জনগণের কল্যাণে ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটে যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষাসুবিধা কমে যাবে। কৃষকসহ সকলে যেসব সমস্যায় রয়েছেন সেসব সমস্যা আরও বৃদ্ধি পাবে। দেশের সকল সমস্যা ধীরে ধীরে সমাধান করা একটি নির্বাচনেই সম্ভব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন, সেদেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। বিএনপির একমাত্র লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়