Apan Desh | আপন দেশ

ভারতে পুলিশের গুলিতে মুসল্লি নিহত, জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:১৩, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৭, ২৫ নভেম্বর ২০২৪

ভারতে পুলিশের গুলিতে মুসল্লি নিহত, জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াত ইসলামীর লোগো।

ভারতের উত্তর প্রদেশের সাম্ভাল শহরে মুঘল আমলের একটি ঐতিহাসিক জামে মসজিদ ভাঙ্গা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ৩ জন মুসল্লি নিহত হন। একই সঙ্গে বেশ কিছু মুসল্লি আহত হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ভারতের উত্তর প্রদেশের সাম্ভাল শহরের মুঘল আমলের ঐতিহাসিক জামে মসজিদকে  হিন্দুরা পূর্বে মন্দির ছিল দাবী করে। সেখানে জরিপ চালাতে গেলে মুসলমানগণ বাধা দেয়। এতে পুলিশ তাদের বিরুদ্ধে গুলি চালায়। এসময় ৩ জন মুসল্লি নিহত। অনেকেই আহত হন। আমি এ গুলির ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবী করে তারা এসব মসজিদ ধ্বংস করতে চাচ্ছে। যা এক ধরনের ষড়যন্ত্রের অংশ। বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। এছাড়া ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার রক্ষায় ভারত সরকারের এ গর্হিত কাজের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী মুসলমানরা উদ্বিগ্ন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি বিজেপি সরকারের প্রতি আহবান জানাচ্ছি, তারা যেন মুসলমানদের মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করে। সে সঙ্গে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি, তারা যেন ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার রক্ষায় তীব্র প্রতিবাদ জানান। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়