Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা বাবরের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ নভেম্বর ২০২৪

বিএনপি নেতা বাবরের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি নেতা বাবরের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি- আপন দেশ

রাজধানী ঢাকায় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আজিমপুর থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল খান পাঠান।

সমাবেশে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর ছিলেন একজন জননন্দিত নেতা। তিনি বিএনপি সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। বাবর তার নির্বাচনী এলাকা ও নিজ জেলায় বহু মানুষকে চাকরির ব্যবস্থাসহ নানা সহায়তা দিয়ে জনমানুষের আস্থা অর্জন করেছিলেন।

বক্তারা আরও বলেন, সাবেক এমপি লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। বাবরকে অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিন।

সমাবেশে উপস্থিত ছিলেন- কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদ, সদস্য সচিব মাসুম, লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আফতার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহত হানি, সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সাধারণ সদস্য সচিব মামুন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির  সোহাগ, প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা আদিল হোসেন দিদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য নিকসনসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়