Apan Desh | আপন দেশ

ইসকনকে নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ নভেম্বর ২০২৪

ইসকনকে নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

ছবি: সংগৃহীত

ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। সেসঙ্গে ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। 

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এ হুঁশিয়ারি দেন।

হেফাজত নেতারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে বাংলাদেশের মুসলিমরা। কিন্তু ইসকনের সঙ্গে কোনও আপস নয়। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও জানায় হেফাজত নেতারা।

তারা আরও বলেন, ইসকনের আড়ালে কেউ কেউ এখনও দেশকে অস্থির করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ইসকনকে নিষিদ্ধ করে তাদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এ সমাবেশের সিদ্ধান্ত হয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়