Apan Desh | আপন দেশ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫০, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৭, ৩০ নভেম্বর ২০২৪

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

স্ত্রীর চিকিৎসাসহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ন কাজে দশ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) ঢাকা ত্যাগ করেন তিনি।

দীর্ঘ সাড়ে ৬ বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডন গিয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

জানা গেছে, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন।

মির্জা ফখরুলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি, এমনটি জানিয়ে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে যাবেন। পরে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল দুইবার লন্ডন গিয়েছিলেন। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম তিনি সরাসরি লন্ডনে যাচ্ছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়