Apan Desh | আপন দেশ

এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখরুজ্জামান জাহাঙ্গীর 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২ ডিসেম্বর ২০২৪

এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখরুজ্জামান জাহাঙ্গীর 

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের লোগো ও ফখরুজ্জামান জাহাঙ্গীর। ফাইল ছবি

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজী মামুনুর রশীদ। ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ফখরুজ্জামান জাহাঙ্গীর। তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাতীয় পার্টির ( একাংশ) প্রেসিডিয়াম সদস্য। সোমবার (০২ ডিসেম্বর) ট্রাস্টি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কাজী মামুন জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ (০২ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

২০১৯ সালে ছেলে এরিকের দেখভালের জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ এ ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে ১৪ জুলাই এরশাদ ইন্তেকালের পর ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর (অব.) খালেদ আকতার চেয়ারম্যান নিযুক্ত হোন।

২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে খালেদ আকতার ইন্তেকাল কররেন। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য সদস্য কাজী মামুনুর রশীদ চেয়ারম্যান নিযুক্ত হোন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়