Apan Desh | আপন দেশ

আসন না থাকায় সংলাপে অংশ নেয়া হয়নি অলির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:১০, ৪ ডিসেম্বর ২০২৪

আসন না থাকায় সংলাপে অংশ নেয়া হয়নি অলির

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তবে আসন না থাকায় সংলাপে অংশ নেয়া হয়নি তার।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান অলি।

এ বিষয়ে এলডিপির এক নেতা বলেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে অডিটরিয়ামে ঢোকার পর দলের মহাসচিব রেদোয়ান আহমেদ জিজ্ঞেস করেন- অলি আহমেদের আসন কোনটি? তার জন্য নির্ধারিত আসন নেই এমনটা জানতে পেরে তিনি ফেরত আসেন।

অন্যদিকে বিকেল ৪টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বড় দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে ১২ দলীয় জোট, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি ও বাংলাদেশ জাসদের প্রতিনিধিরা।

এ সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

আপান দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়