Apan Desh | আপন দেশ

‘ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৪ ডিসেম্বর ২০২৪

‘ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি’

ছবি: সংগৃহীত

সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যের আহবানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি সার্বিক সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচন দিতেও সরকারের প্রতি আহবান জানায় দলটি।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলে নেতৃত্ব দেয়া এই নেতা বলেন, অতীতে স্বৈরাচার আওয়ামী লীগকে সবাই মিলে যেভাবে পরাজিত করেছে এখন তাদের এবং দোসরদের রুখে দিতে সবাই একত্রে কাজ করার কথা বলেছি। প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দেবেন। আমরা সরকারের পাশে থাকার কথা বলেছি।

নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনের কথাও বলেছি। আমরা বলেছি, এই সরকার জনগণের ভোটের ব্যবস্থা করতে ওয়াদাবদ্ধ। তাই সংস্কারের পর রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার কথা বলেছি। জনগণ নির্বাচনের রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হবে।

এর আগে সংলাপে অংশ নিতে বেলা তিনটার কিছু সময় পর ফরেন সার্ভিস একাডেমিতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলে আরওে ছিলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়