Apan Desh | আপন দেশ

আচরণ বদল না করলে ভারতের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:১১, ৬ ডিসেম্বর ২০২৪

আচরণ বদল না করলে ভারতের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আপন দেশ

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যারা আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে চাই না। ভারত আচরণ পরিবর্তন না করলে বাংলাদেশ আগামীতে তাদের সঙ্গে ব্যবসা করবে না। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর কৃষকদল আয়োজিত দেশীয় পণ্য বিক্রির এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। 

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রফতানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে আমাদের দেশ এসব পণ্য উৎপাদন করতে পারবে না।

তিনি আরও বলেন, ভারত মনে করেছে পণ্য রফতানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতে চায় না।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের বলে দাবি করছে। তারা যদি এ দাবি করে বাংলাদেশের মানুষও বিহার-উড়িষ্যা নিজেদের দাবি করবে। ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায়। এজন্য কোনো প্রতিবেশী দেশ তাদের সঙ্গে নেই।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের জাহিদ হোসেন, গুলশান থানা কৃষকদলের আহবায়ক মিরাজুর রহমান সোহাগ, যুগ্ম আহবাক ইমরান খান, সদস্য সচিব রাহুল বিশ্বাস প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়